জলখাবারে রুটি আর পরোটা দুই বাঙালিদের প্রিয় খাবার
লুচির সঙ্গে সাদা আলুর তরকারি হলে আর কিছুই দরকার পড়ে না
তেমনই পরোটার সঙ্গে আলুভাজা
তবে লুচি ভাজতে তেল বেশি লাগে সেই সঙ্গে লুচির ভেতর বাতাস ভরে যায়। যা শরীরের জন্য ভাল নয়
কিন্তু পরোটা ভাজতে তেল একেবারেই লাগে না। অল্প তেলেই হয়ে যায়। তাই তা স্বাস্থ্যের জন্য ভাল।