শরীর এবং সম্পর্ক একান্ত ব্যক্তিগত। তেমনই শরীরী সম্পর্কও সেই উদ্দিষ্ট ব্যক্তির একান্ত সিদ্ধান্ত

আমাদের সমাজ এমনই যেখানে অধিকাংশই অন্যের হেঁশেলে উঁকি দিতে ভালবাসেন। কার জীবনে কী চলছে সেইটুকু জেনে নিতে পারলেই জীবনের সব উদ্দেশ্য সাধন হয়ে যায়

প্রেগন্যান্সি নিয়ে সকলের মধ্যে যেমন উত্তেজনা থাকে তেমনই বেশ কিছু ভুল ধারণাও থাকে

যৌন সম্পর্কের পর যদি পিরিয়ড মিস হয়ে যায় তাহলে সব মেয়েই প্রথমে একটু ভয় পেয়ে যান। তবে পিরিয়ড মিস গর্ভধারণের একমাত্র লক্ষণ নয় আরও নানা শারীরবৃত্তীয় লক্ষণ রয়েছে

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ মর্নিং সিকনেস, দিনের মধ্যে যে কোনও সময় এই সমস্যা হতে পারে। প্রথম মাসেই এই সমস্যা হয়

গর্ভধারণের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পর থেকে স্তনযুগলে পরিবর্তন আসতে থাকে। স্তন ভারী লাগে ব্যথা হয় এরকম হলে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করান

প্রথম তিন মাসের মধ্যে ভ্যাজাইনাল ডিসজার্জও হতে পারে এর জন্য মূলত হরমোন পরিবর্তন দায়ী। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন