কাঁচের শিশিতে প্রথমে ২টো ভিটামিন সি ট্যাবেল গুঁড়ো করে আগে ঢেলে দিন
এর মধ্যে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন
১টি ভিটামিন ই ক্যাপসুলটা কাঁচি দিয়ে কেটে শিশিতে ঢেলে নিন
শেষে ১ চামচ গ্লিসারিন ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন। ব্যস তৈরি আপনার ভিটামিন সি সিরাম
রাতে ঘুমানোর আগে এই সিরামটি ব্যবহার করুন এবং সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন