চটজলদি রান্না করতে ভরসা প্রেশার কুকারই
এছাড়া প্রেশারে খুব কম তেলে সব রান্না হয়ে যাওয়া
এসবের আগে প্রেশারের সেফটির দিকটিও মাথায় রাখতে হবে
সব সময় গ্যাসকেট পরীক্ষা করে দেখবেন যে তা ঠিক আছে কিনা
গ্যাসকেট ছিঁড়ে গেলে তা কোনও ভাবেই ব্যবহার করবেন না
প্রেশার কুকারে অতিরিক্ত খাবার দেবেন না। এতে উপচে পড়বে
প্রেশার কুকারে পর্যাপ্ত বাষ্পের প্রয়োজন হয় তাই পরিমাণ মতো জল দেবেন
প্রেশারে কখনই অতিরিক্ত তেল দিয়ে রান্না নয়
প্রেশারকুকার ঠিক করে পরিষ্কার করতে হবে যাতে অবাধে বায়ু চলাচল করতে পারে