ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে মিলছে
প্রোটিন বিপাকের কারণেই তৈরি হয়ে যায় ইউরিক অ্যাসিড। তাই সতর্ক থাকা জরুরি
ইউরিক অ্যাসিড থেকে গাউট আর্থ্রাইটিসের সমস্যা হয়। হতে পারে কিডনি স্টোনও
ইউরিক অ্যাসিডের সমস্যায় ওষুধের পাশাপাশি কার্যকরী লেবুও
পাশাপাশি লেবুর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। যা মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিড বাইরে বের করে দেয়
তাই প্রতিদিন একটা গোটা লেবু খান। এতে অনেক সমস্যা দূরে থাকে
সকালবেলা উঠে একগ্লাস ঈষদুষ্ণ জলে লেবু মিশিয়ে খেয়ে নিন। চাইলে এই মিশ্রণে যোগ করতে পারেন মধু। এর মাধ্যমে ইউরিক অ্যাসিড যেমন কমবে, ঠিক তেমনই ওজনও কমানো যাবে।