ভারতে নতুন করে রিস্টক হয়েছে সোনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫।
সোনি পিএস৫- এর সঙ্গে পিএস৫ ডিজিটাল এডিশনও রিস্টক হয়েছে।
৬ ডিসেম্বর থেকে প্রি-বুকিং করা যাবে সোনির এই দুই প্লেস্টেশন বা গেমিং কনসোল।
৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে পিএস৫ এবং পিএস৫ ডিজিটাল এডিশনের প্রি-বুকিং শুরু হবে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল সোনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫।