ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ। 

এই স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের দাম দেশে ২৭৯৯ টাকা।

Onyx Black এবং Pink Suede, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ।

এই স্মার্টওয়াচের ক্ষেত্রে পিট্রন সংস্থা এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

Heading 3

অ্যামাজন থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ।