সোহিনী সরকার পুজোর জন্য বিশেষভাব করিয়েছেন ফটোশুট।
পুজোর দিনগুলোতে এই শুট থেকে একটা একটা ছবি পোস্ট করবেন ভক্তদের শুভেচ্ছা জানাতে।
গত দুই বছর কোভিডের কারণে সবকিছুই নিয়মে বাঁধা ছিল।
এবার সব নিয়ম ভুলে সকলে মেতেছেন পুজোর আনন্দে।
সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এখন পুজোর ফটোশুট ট্রেন্ডে মেতে।
সোহিনীকে তাঁর ফটোশুটে নানা ধরনের লুকে পাওয়া গিয়েছে।
যা তাঁর ভক্তদের তো বটেই নেটিজ়েনদেরও মুগ্ধ করছে।