১১ নভেম্বর ১০০তম জন্মবার্ষিকীতে প্রয়াত বলিউডের ট্র্যাজিক কিং দিলীপ কুমারের।
সেই উপলক্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দুইদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে পিভিআর সিনেমা আর ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন।
'হিরো অফ হিরোস' নামাঙ্কিত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১০ আর ১১ নভেম্বর।
দিলীপ কুমার অভিনীত চারটি ছবি ২১টি শহরের ৩১টি সিনেমা হলে প্রদর্শিত হবে।
এই খবরে খুব খুশি অভিনেতার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। জানিয়েছেন তাঁর ১২ বছর বয়স থেকে প্রিয় তারকা ছিলেন দিলীপ সাব।
যে ৪টি ছবি দেখানো হচ্ছে তার মধ্যে হল একটি হল 'আন'।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস' থেকেই দিলীপ কুমারে নাম হয় ট্র্যাজিক কিং। পারো চরিত্রে ছবিতে অভিনয় করেন সুচিত্রা সেন। চন্দ্রমুখী বৈজন্তীমালা বালি। এই ছবিও থাকছে তালিকায়।
'রাম অর শ্যাম' ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার। সেই ছবিও রয়েছে উৎসবে।
চতুর্থ ছবিটি বলিউডের অন্যতম আইকনিক ছবি 'শক্তি'। এই ছবিতে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাখী গুলজার, অনিল কাপুর অভিনয় করেন।