রাজস্থানে এবার ফুল-মুন ট্যুরিজমের সুযোগ!

ফুল-মুন পর্যটন চালু করার পরিকল্পনা করেছে রাজস্থান সরকার।

রিপোর্ট বলছে, রাজস্থানও অ্যাস্ট্রো-স্কাই ট্যুরিজম চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের প্রথম রাজ্যে হিসেবে রাজস্থানের মোট ৩৩টি জেলায় শিবিরের আয়োজন করেছে।

অ্যাস্ট্রো-স্কাই ট্যুরিজমের অধীনে ৩৮টি টেলিস্কোপ কেনার অনুমোদন পাওয়া গিয়েছে।

জয়পুরে যন্তর-মন্তর, আম্বার ফোর্ট, মহারাজা বিশ্ববিদ্যালয় এবং জওহর কলা কেন্দ্রে টেলিস্কোপ স্থাপন করা হবে।

পরিষ্কার আকাশের গোল উজ্জ্বল চাঁদের মহিমা দেখার যে রোমাঞ্চকর অনুভূতি, তা উপভোগ করতে পারবেন রাজস্থানের প্রত্যন্ত গ্রামে।