এই কয়েক মাস ধরে দুজনেই দুজনের উপর কাদা ছুড়েছেন
হয়েছে প্রকাশ্যে বাকবিতন্ডা, গোপন কথা এসেছে সামনে
কথা হচ্ছে সুস্মিতা সেনের ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারুর
শোনা যাচ্ছিল রাজীবের বিরুদ্ধে নাকি ডিভোর্স ফাইলও করেছেন চারু
কিন্তু গণেশ চতুর্থীর দিন দেখা গেল এক মিষ্টি ছবি
এক মিষ্টি ফ্রেমে একসঙ্গে ধরা দিলেন চারু-রাজীব ও তাঁদের ছোট্ট মেয়ে
যা দেখে ভক্তদের মন্তব্য, গণেশ ঠাকুরই কি এক করলেন ওই ভেঙে যাওয়ার প্রেমকে?