ভাই ও বোনের অটুট বন্ধনের প্রতীক হল রাখি উত্সব।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে এ বছর আগামী ১১ অগস্ট হতে চলেছে রাখি উত্সব।
ঐতিহ্য মেনে সকাল বেলায় স্নান সেরে ভাইয়ের হাতের কবজিতে রাখির সুতো বেধে দেন বোনেরা।
এদিন এথনিক আউটফিট যেমন মাস্ট তেমনি হরেক স্টাইলের মেহেন্দি পরার ট্রেন্ডও শুরু হয়েছে।
রাজস্থানি, ইন্দো-আরবিক, পাকিস্তানি, ফ্লোরাল, নেট-সহ নানা স্টাইলের মেহেন্দি পরার ট্রেন্ড এখন।
এবারের রাখি উত্সবে কেমন হবে মেহেন্দির ডিজাইন। দেখে নিন।
ঘরে বসেই সহজ উপায়ে হাতে পরতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি।