দক্ষিণ থেকে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন রাকুল
একের পর এক বিগ বাজেট ছবিতে দেখা গিয়েছে তাঁকে
কখনও রাম চরণ, কখনও অজয় দেবগণের সঙ্গে ছবি তবে সব ধরনের চরিত্রে আর নয়
এবার রাকুল জানালেন বায়োপিক, রোম্যান্টি ছবি তাঁর বেশি পছন্দের
রাকুলকে শেষ দেখা গিয়েছে রানওয়ে ছবিতে
দক্ষিণী ছবিতেও একের পর এক বক্স অফিস হিট এনেছেন তিনি
তবে এবার রাকুল চান একটু অন্য স্বাদের ছবি