লাল বেনারসি নয়, ব্য়তিক্রমী সাজে বিয়ে সারলেন আলিয়া!
হাতে হাত রেখে সারাজীবনের প্রতিশ্রুতিবদ্ধ হলেন আলিয়া-রণবীর।
সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আসরে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন আলিয়া।
আলিয়া ভাটের নজরকাড়া বিয়ের পোশাকের স্টাইল সকলের মনে থাকবে।
বিয়ের আসরে সিঁদুর দানের সময় আরও উজ্জ্বল লেগেছে তাঁকে।
নবদম্পতির সুন্দর মুহূর্তের ছবি যে সকলের মন জয় করে নিয়েছে
দুধ সাদা শেরওানি. চুরিদার পরেছিলেন রণবীর। গলায় ছিল মুক্তোর বড় হার। মাথায় সাদা রঙের পাগড়ি।
আলিয়া বেছে নিয়েছিলেন অফ-হোয়াইট শাড়ি ও ম্যাচিং ডিজাইনার ব্লাউজ, মাথায় লেশের কাজ করা অফ-হোয়াইট চুনরি।