প্রথম সন্তান আসতে চলেছে আলিয়া এবং রণবীর কাপুরের জীবনে।
অনেকের প্রশ্ন বাচ্চাদের সঙ্গে রণবীর কেমন। কয়েকদিন আগে এই ছবি দেখে ভক্তকুল তাঁর বাবা হওয়া নিয়ে জল্পনা শুরু করেছিলেন।
একমাত্র ভাগ্নি সামারার কুল আঙ্কেল তিনি।
তবে আঙ্কেল ডাক তাঁর না পসন্দ।
রণবীর জানিয়েছেন, তাঁকে তাঁর RK নামে ডাকলেই তিনি বেশি খুশি হন। বাচ্চাও কি এই নামে ডাকলে খুশি হবেন তিনি? জানতে উৎসুক ভক্তকুল।