সাওয়ারিয়া ছবিতে ডেবিউ করেছিলেন রণবীর, সেই ছবি ফ্লপ হয়

ওই একই ছবিতে ডেবিউ হয় অনীল কন্যা সোনমেরও

স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবি দিয়ে ডেবিউ করেও ফল্পের তকমা কুড়িয়েছিলেন অনন্যা

কিরণ-অনুপম পুত্র শিকন্দের প্রথম ছবি উডস্টক ভিলা ফ্লপ হয়

হেমা-ধর্মেন্দ্র কন্যা এষাও প্রথম ছবি কোই মেরে দিল সে পুছে সে নজর কাড়তে ব্যর্থ হন