বলিউডের এমন অনেক ছবির প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর। কিন্তু সেগুলোয় কাজ করেননি বার্থ ডে বয়।
সঞ্জয়লীলা ভনশালির ছবি রামলীলা-য় রণবীর সিং নয়, কাপুর ছিলেন প্রথম পছন্দ।
গলি বয় ছবি ছেড়ে দেন রণবীর, কিন্তু রণবীর সিং ভুল করেননি, তিনি লুফে নেন ছবির প্রস্তাব।
রণবীরের প্রথম ছবি ব্যান্ড বাজা বারাত। সেই ছবিরও প্রথম পছন্দ ছিলেন কাপুরই।
দিল ধড়কনে দো ছবির রণবীর সিংয়ের চরিত্রটির জন্য প্রথমে ভাবা হয় রণবীর কাপুরকেই। এই ছবিও তিনি করতে রাজি হননি।
ব্যাং ব্যাং ছবিতে হৃত্বিক রোশন নন, প্রথম প্রস্তাব যায় রণবীরের কাছে। কিন্তু ক্যাটরিনার কাইফের সঙ্গে কাজ করেননি তখন।
জিন্দেগি না মিলেগি দোবারা ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন রণবীর।
আলিয়া ভাটের বিপরীতে কাজ করার সুযোগ এসেছিল রণবীরের কাছে ২ স্টেটস ছবির সময়ই। কিন্তু তিনি ছেড়ে দেওয়ায় অর্জুন কাপুর আলিয়ার নায়ক হন।
রোহিত শেট্টি দিলওয়ালে ছবিতে রণবীরকে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু এই ছবিকেও না করেন তিনি।
দিল্লি বেল্লি ছবির প্রথম পছন্দ হলেও করেন না রণবীর। ইমরান খান এই ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।