রয়্যাল আউটফিটে হৃদয় জিতলেন রণবীর-দীপিকা!

মুম্বইয়ের এক ফ্যাশন শোয়ে সম্প্রতি শোস্টপার হয়েছিলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় পাওয়ার কাপল।

ডিজাইনার মনীশ মালহোত্রার লেটেস্ট কালেকশনের জন্য এদিন ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন রণবীর-দীপিকা।

ইন্সটাগ্রামে বেফিকরে অভিনেতা রয়্যাল আউটফিটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সাদা ও সিলভার রঙের অসাধারণ সুন্দর লেহেঙ্গা পরেছিলেন দীপিকা পাড়ুকোন।

অন্যদিকে রণবীরের গায়ে ছিল সাদা ও ভারী এমব্রয়জারি-সহ রয়্যাল ব্ল্যাক শেরওয়ানি।

কখনও ক্লোজআপ, কখনও রোম্যান্টিক পোজে দুজনেই সেরা দম্পতি হিসেবে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন।

স্বপ্নের দম্পতি হিসেবে ভক্তদের কাছে আরও প্রিয় হয়ে উঠেছেন।