রণবীর সিং তাঁর ইনস্টাগ্রামে নিজের নতুন ৬ প্যাক লুকের ছবি দিয়েছেন। এর আগও বহুবার তিনি এমন করেছেন।
কয়েকদিন আগে অর্জুন কাপুর নিজের ফ্যাট থেকে ৬ প্যাক অ্যাবসের ছবি দিয়ে সকলকে চমকে দেন।
‘পাঠান’ ছবির জন্য ৫৬ বছর বয়সে শাহরুখ খান নিজের ৬ প্যাক অ্যাবস করে সকলকে চমকে দিয়েছেন।
‘শামশেরা’ ছবির জন্য রণবীর কাপুরকেও ৬ প্যাক অ্যাবস লুকে দর্শক দেখতে পাবেন।
‘বিক্রম ভেদা’ ছবিতে একেবারে অন্য অবতারে আসতে চলেছেন হৃত্বিক রোশন। সেখানে ফিটনেক কিংকে কীভাবে দেখে যাবে জানতে আগ্রহী ভক্তকুল।