রশ্মিকা মনদানা দক্ষিণ থেকে এখন বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন।
সম্প্রতি তিনি রেট্রো লুকে ফটোশুট করেছেন।
পারভিন ববি অথবা জিনাত আমনের মতো লাগছে তাঁকে এই সানগ্লাস পরে লাল-সাদা শুটে।
ডেবিউ বলিউড ছবি 'মিশন মজনু' এখনও মুক্তি পায়নি। তার মধ্যেই তিনি একের পর এক হিন্দি ছবিতে কাজ পাচ্ছেন।
লাল গাউনে তিনি পুরুষ ভক্তদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন।