গ্ল্য়ামারাস লাল লেহেঙ্গা পরে প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

ফ্যাশন উইকেও পুস্পা স্টাইল! প্রথমবার ক্যাটওয়াকে হৈচৈ ফেলে দিয়েছেন এই নায়িকা।

'কীভাবে করলাম,আমি কি ঠিক ছিলাম? আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম?'

শো শেষে এমন রিক্যাশন দিলেন পুস্পা অভিনেত্রী।

ভারতীয় পোশাকে শোস্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটে সকলকে চমকে দিলেন এই দক্ষিণী তারকা।

অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে, নিজস্ব স্টাইলে র‍্যাম্পের মঞ্চে আগু ধরিয়ে দিয়েছেন তিনি।