অবশেষে বর্ষা হাজির শহরে। শ্রাবণ মাসে এবার তুলনায় কম বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল অনেক বেশি

শেষ কয়েক সপ্তাহে সর্বত্রই বেড়েছে বৃষ্টির পরিমাণ। কোথাও তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি

কখনও বৃষ্টির সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই

এমন আবহাওয়া বেশ উপভোগযোগ্য। তবে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভাল

চায়ের সঙ্গে খেতে ভাল লাগে ভাজাভুজি। সুজি, ডিম, টকদই, গাজর, লঙ্কা, পেঁয়াজ দিয়ে বানিয়ে নিন সুজির চিল্লা

সুজির মধ্যে টকদই, ডিম, বাকি সব উপকরণ দিয়ে নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে

১০ মিনিট পর প্যানে তেল ব্রাশ করে সুজির গোলা ছড়িয়ে দিয়ে বানিয়ে নিন চিল্লা। টমেটো সস দিয়ে খেতে বেশ ভাল লাগে