রাতের পার্টির জন্য রবিনা ট্যান্ডন নিজেকে সাদা পোশাকে করেছেন মোহময়ী।
রবিনা পরেছেন একটি সাদা ক্রপড টপ সঙ্গে সাদা সিকুইন আরএকজোড়া সাদা ট্রাউজার্স।
পোশাকের সঙ্গে কোমরে একটি সাদা অলঙ্কৃত বেল্ট যা একটি সাদা সাটিন ড্রেপ দিয়ে তৈরি, সাজকে অন্য মাত্রা দিয়েছে
রবিনার ফ্যাশন ডায়েরি চোখে পড়ার মতো। তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের সাদা পোশাকের এই ফটোশ্যুটের ছবি দিয়ে ভক্তকুলকে মুগ্ধ করেছেন।
নীহারিকার ফ্যাশন ডিজাইনার হাউস থেকে এই ক্ল্যাসি ড্রেসে নিজেকে সাজিয়ে তুলেছেন রবিনা।