প্যানডোরার বাস্তব রূপ রয়েছে এই পৃথিবীতেই!
জাপানের ওয়েস্টেরিয়া গাছের অসিকাগা ফুলের অসাধারণ রূপও বর্ণিত হয়েছে এই মাইলস্টোন সিনেমায়।
নরওয়ের স্বপ্নের মত অরোরা দেখা যায় প্যানডোরার আকাশেও।
গ্লোওর্ম কেভস, নিউ জিল্যান্ড- জেক ও নেতিরিকে এই অসাধারণ মোহময়ী, ম্যাজিক্যাল জায়গায় বহুবার দেখা গিয়েছে।
ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলসের প্রতিচ্ছবি রয়েছে প্য়ানডোরা ইউনিভার্সেও।
চিনের ঝাংজিয়াজি ন্যাশানাল ফরেস্ট পার্কের অবিকল দৃশ্য অবতার সিনেমাতেও রয়েছে।প্য়ানডোরা ইউনিভার্সের ভাসমান পাহাড়ের দৃশ্যে অনেকটা এইরকমই।
ভেনেজুয়েলার মাউন্ট রোরাইমায় অনুকরণে প্যানডোরায় ভাসমান মেঘের ছবি তৈরি করা হয়েছিল। শুধু অবতারে নয়, বহু বিখ্যাত সিনেমাতেও এই লোকেশন ব্যবহার করা হয়েছে।