বিগ বস ১১-এর জয়ী শিল্পা শিনডে। ভাবিজি ঘর পর হ্যায় থেকে বেরিয়ে যাওয়ার পর বহুদিন কাজ ছিল না। পৌরুষপুর নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন।

মনবীর গুজ্জর বিগ বস ১০-এর জয়ী প্রতিযোগী। এখন তাঁর কোনও খোঁজ নেই।

দার্জিলিংয়ের প্রশান্ত তামাং ইন্ডিয়ান আইডল সিজিন ৩-এর জয়ী হয়েছিলেন। পুলিশে চাকরি করতেন তামাং। রিয়্যালিটি শোয়ের পর আর কোনও খোঁজ নেই তামাংয়ের।

প্রথম ইন্ডিয়ান আইডল জিতেছিলেন অভিজিৎ শাওয়ন্ত। ইন্ডাস্ট্রিতে চেষ্টা করেন, কিন্তু তারপর হারিয়ে যান।

আশিকি ছবির নায়ক রাহুল রায়। বহু বছর পর বিগ বিস ১ জিতে ছিলেন। কিন্তু তারপরও কেরিয়ারে কোনও উন্নতি হয়নি।

আশুতোষ কৌশিক বিগ বস ২ জিতে একটি ছবি করেন। তারপর আর কোনও খোঁজ নেই।

কাজী তৌকির ফেম গুরুকুল জিতেছিলেন রুপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে। তারপর প্রথম ছবির সময় আহত হন। তার বহু বছর পর ক্যাটরিনার আফগান জালেবি গানে তাঁকে দেখা যায়। কিন্তু তারপর আবার হারিয়ে যান।