আসছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২১।

ফ্লিপকার্টের এই সেলে কী লঞ্চ হতে পারে তার সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক। 

ফ্লিপকার্টের এই সেলে ভারতে প্রথমবারের জন্য লঞ্চ হতে পারে Realme 4K Google TV Stick Streaming Device

ফ্লিপকার্টের টিজার থেকে অনুমান করা হচ্ছে এই ডিভাইস কালো রঙে পাওয়া যাবে। 

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইটারে এই ডিভাইস লঞ্চের আভাস দিয়েছেন।