১৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৯আই স্মার্টফোন। 

ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে রিয়েলমি ৯ সিরিজের এই ফোন। 

ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট দেখা যাবে রিয়েলমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 

ভারতে রিয়েলমি ৯আই ফোনের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা থেকে ১৪,৯৯৯ টাকার মধ্যে। 

রিয়েলমি ৮আই, যা গত বছর লঞ্চ হয়েছিল, তার সাকসেসর মডেল রিয়েলমি ৯আই।