রিয়েলমি ৯আই ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৯আই হিসেবে। ছবি সৌজন্যে- LK Tech Sky।
মূলত রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ফোনের। ছবি সৌজন্যে- pipa।
রিয়েলমি নারজো ৯আই ফোনের সম্ভাব্য র্যাম, স্টোরেজ এবং রঙের অপশন ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে- 91mobiles।
রিয়েলমি নারজো ৯আই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ছবি সৌজন্যে- 91mobiles।
শোনা গিয়েছে ভারতে এই ফোন আসতে পারে ৪ জিবি র্যাম ও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ অপশনে। ছবি সৌজন্যে- 91mobiles।