ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রিয়েলমি বাডস কিউ২এস ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন।
রিয়েলমি জিটি নিও ৩ ফোনের সঙ্গে এই ইয়ারবাডস লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে।
চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি বাডস কিউ২এস ইয়ারবাডস।
পেপার হোয়াইট, পেপার গ্রিন, স্টিল ব্ল্যাক, টাইটেনিয়াম ব্লু- এই চার রঙে লঞ্চের কথা রয়েছে।
মার্চ মাসে রিয়েলমি বাডস কিউ২এস- এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল চিনে।