নতুন বছরের শুরুতেই ভারতে দুটো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে রিয়েলমি।
আগামী ৫ জানুয়ারি ভারতে লঞ্চ হবে রিয়েলমি ডিজো ওয়াচ আর।
ওই একই দিনে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ডিজো বাডস জেড প্রো।
রিয়েলমি ডিজো ওয়াচ আর- এই স্মার্টওয়াচে রয়েছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড।
রিয়েলমি ডিজো বাডস জেড প্রো- তে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার।