ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ২ প্রো ফোন। 

সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে।

৯১মোবাইলস সবার প্রথম জানিয়েছে যে, বিআইএস- এর সাইটে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের নাম দেখা গিয়েছে।

দ্রুত লঞ্চের আভাস পাওয়া গেলেও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। 

অনুমান চিনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি ২ প্রো ফোনের দাম, স্টোরেজ কনফিগারেশন এবং রঙের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কিছু মিল থাকবে।