একনজরে দেখে নিন রিয়েলমি জিটি ২ সিরিজের ফোনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার। 

রিয়েলমি জিটি ২ সিরিজে ভ্যানিলা মডেলের সঙ্গে লঞ্চ হতে পারে প্রো মডেলও। 

রিয়েলমি জিটি ২ সিরিজের ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। 

এই সিরিজের ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেনসর হার্ট রেট ট্র্যাক করতে পারবে বলে শোনা গিয়েছে। 

শোনা গিয়েছে, অ্যানড্রয়েড ১২- র সাহায্যে পরিচালিত হবে রিয়েলমি জিটি ২ সিরিজের ফোন।