আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ সিরিজের স্মার্টফোন। ছবি সৌজন্যে- Aroged।
এই সিরিজে রিয়েলমি জিটি ২ এবং রিয়েলমি জিটি ২ প্রো, এই দু'টি ফোন লঞ্চ হবে। ছবি সৌজন্যে- Onsitego।
আপাতত চিনেই লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ সিরিজের এই দুই স্মার্টফোন। চিনের স্থানীয় সময় সন্ধে ৭টা ৩০মিনিটে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। ছবি সৌজন্যে- gsmarena।
রিয়েলমি জিটি ২ সিরিজের প্রো মডেল এই ফ্ল্যাগশিপ বা লাইনআপের প্রিমিয়াম ফোন। ছবি সৌজন্যে- TudoCelular।
রিয়েলমি জিটি ২ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে। ছবি সৌজন্যে- 91mobiles।