ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা হয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোন।
রিয়েলমি নারজো ৫০ সিরিজের তৃতীয় ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৫০।
আগে শোনা গিয়েছিল, গত বছর নভেম্বর মাসে এই ফোন ভারতে লঞ্চ হবে।
এই ফোনে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।