আগেই শোনা গিয়েছিল যে এপ্রিল মাসের শেষের দিকে রিয়েলমি নারজো ৫০এ ফোন ভারতে লঞ্চ হতে পারে।
সম্প্রতি এক টিপস্টারের দাবি করেছেন হয়তো ৩০ এপ্রিল রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোন ভারতে লঞ্চ হবে।
শোনা গিয়েছে, দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন।
গত মাসে ইন্দোনেশিয়াতে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম লঞ্চ হয়েছে।
ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।