লঞ্চ হতে চলেছে রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাডের নতুন মডেল। 

গিকবেঞ্চ সার্টিফিকেশন ওয়েবসাইটে রিয়েলমির নতুন ট্যাবের নাম দেখা গিয়েছে। 

গিকবেঞ্চের সাইট ছাড়াও রিয়েলমির এই আসন্ন এই ট্যাবের নাম দেখা গিয়েছে Eurasian EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে। 

অনুমান করা হচ্ছে যে রিয়েলমির নতুন ট্যাব গ্লোবাল মার্কেটও লঞ্চ হবে।

রিয়েলমি সংস্থার আসন্ন এই ট্যাবলেটে থাকতে পারে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর। আর এই প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৩ জিবি র‍্যাম।