ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি কিউ৩এস ফোন।
শোনা যাচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে।
এক টিপস্টারের অনুমান, রিয়েলমি কিউ৩এস ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি হিসেবে।
গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমি কিউ৩এস।
তবে রিয়েলমির এই ফোন আদৌ কবে ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।