লঞ্চের আগে প্রকাশ হয়েছে রিয়েলমি কিউ৩টি ফোনের সম্ভাব্য দাম।
এই ফোনের সম্ভাব্য বেশ কিছু ফিচারও প্রকাশ হয়েছে চিনের টেলিকম লিস্টিংয়ে।
এই ফোনের দাম হতে পারে CNY ১৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৪০০ টাকা।
রিয়েলমির এই ফোন Nebula and Night Sky Blue, এই দুই রঙে লঞ্চ হতে পারে।
রিয়েলমির এই স্মার্টফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।