ভারতে লঞ্চ হতে চলেছে Realme TechLife Watch SZ100।
আগামী ১৮ মে এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে।
বলা হচ্ছে, একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
১.৬৯ ইঞ্চির এইচডি কালার ডিসপ্লে থাকতে পারে রিয়েলমির আসন্ন এই স্মার্টওয়াচে।
Realme TechLife Watch S100- র সাকসেসর মডেল হল Realme TechLife Watch SZ100।