তুলসিতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে।

প্রাচীনকাল থেকে সর্দি-কাশির চিকিৎসায় ব্যবহৃত হয় তুলসি। এটি বুকে কফ জমাও দূর করে দেয়।

টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের জন্য  উপকারী তুলসি। এটি সুগার লেভেল বাড়ায় না।

কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে তুলসি।

এমনকী মানসিক চাপও দূর করে দেয় তুলসি। এর জন্য তুলসির চা খেতে পারেন।

যে কোনও ধরনের ত্বকের ক্ষত, ব্যথা, প্রদাহ দূর করে দিতে পারে তুলসি।

এটা যেমন পেটের স্বাস্থ্যকে ভাল রাখে, তেমনই খুশকির সমস্যাতেও কাজে আসে তুলসি।