ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ হাতেগোনা।

অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।

Deactivate ফেসবুক অ্যাকাউন্টও ফিরে পাওয়া যায়।

তার জন্য মেনে চলতে হবে এই সহজ উপায়।

প্রথমে আপনাকে Google-এ গিয়ে Facebook লিখতে হবে।

Log in পেজে রেজিস্ট্রার ইমেল বা মোবাইল নম্বর দিতে হবে।

তারপরেই অ্যাকাউন্টটিতে Log in হবে।

Log in করার সঙ্গে সঙ্গেই Deactivate অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।

স্থায়ীভাবে Deactivate হওয়া অ্যাকাউন্ট খুলতে Cancel Deactivation-এ ক্লিক করতে হবে।