রেডমি ১০এ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ এপ্রিল।
রেডমি ১০এ একটি বাজেট ফোন হতে পারে যার দাম ১০ হাজারের কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ই-কমার্স সংস্থা অ্যামাজনে রেডমি ১০এ ফোনের টিজার প্রকাশ হয়েছে।
লঞ্চের পর অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে বলে অনুমান করা হচ্ছে।
১০ হাজার টাকার কম হতে পারে একথা শোনা গেলেও রেডমি ১০এ ফোনের নির্দিষ্ট দাম এখনও সংস্থা জানায়নি।