ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস, এই দুই ফোন।
রেডমি নোট ১১ প্রো ফোনের নতুন নাম হতে পারে শাওমি ১১আই।
রেডমি নোট ১১ প্রো প্লাস ফোন ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১১আই হাইপারচার্জ নামে।
যদিও ভারতে রেডমি নোট ১১ সিরিজ কবে লঞ্চ হবে নিশ্চিতভাবে এখনও তা জানা যায়নি।
রেডমি নোট ১১ ৫জি ফোন অর্থাৎ এই সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্টের ভারতে লঞ্চ প্রসঙ্গেও কিছু বলা হয়নি।