সম্প্রতি রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নাম দেখা গিয়েছে US FCC লিস্টিংয়ে। ছবি সৌজন্যে- Mi Blog।
এর থেকেই অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হবে। ছবি সৌজন্যে- Notebook Check।
চিনে চলতি বছর অক্টোবর মাসের শেষে এই ফোন লঞ্চ হয়েছিল। ছবি সৌজন্যে- Gizchina।
আগামী ৬ জানুয়ারি রেডমি নোট ১১ প্রো+ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১১আই হাইপারচার্জ নামে। ছবি সৌজন্যে- Notebook Check।
এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। ছবি সৌজন্যে- Gizmochina।