এই ফোনে থাকছে একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ১০৮ মেগাপিক্সেল।
এই রেডমি ফোনে ৪জি কানেক্টিভিটি থাকছে, ৫জি দেওয়া হচ্ছে না।
৫জি থাকছে না বলে এই ফোনের দাম কম হতে পারে।
স্যামসাং আইসোসেল এইচএমটু প্রাইমারি সেন্সর দেওয়া হচ্ছে।
সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ সেন্সর।