নতুন ফোন কেনার চিন্তাভাবনা থাকলে Redmi Note 12 5G আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে।
ফ্লিপকার্ট থেকেই আপনি এই দুর্দান্ত মিড-রেঞ্জ Redmi 5G ফোন অর্ডার করতে পারেন।
এমনিতে এই ফোনের নাম 19,999 টাকা। ফ্লিপকার্টে 15% ডিসকাউন্টের পরে ফোনটির দাম 16,999 টাকা।
এখন যদি আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করতে চান, তাহলে থাকছে 15,350 টাকার অতিরিক্ত ছাড়।
তার ফলে আপনি ফ্লিপকার্টে Redmi Note 12 5G পেয়ে যাবেন 1,649 টাকায়।
এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসরের সাহায্যে।
ফোনের পিছনে রয়েছে 48MP সেন্সর এবং সামনে একটি 13MP ক্যামেরা দেওয়া হয়েছে।