ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো।
আগামী ৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো।
MySmartPrice- এর একটি রিপোর্ট অনুসারে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো- এর দাম রিটেল বক্সে দেখা গিয়েছে ৫৯৯৯ টাকা।
ইন্ট্রোডাক্টরি অফার যুক্ত হলে এই ওয়ারেবল ডিভাইস প্রাথমিক পর্যায়ে ২৯৯৯ টাকায় ভারতে কেনা যাবে।
অফার ছাড়া এই স্মার্টওয়াচ ৩৯৯৯ টাকা বা ৪৪৯৯ টাকায় কিনতে হতে পারে।