লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন স্মার্টওয়াচ রেডমি ওয়াচ ২। 

রেডমি নোট ১১ সিরিজের সঙ্গে চিনে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। 

২৮ অক্টোবরেই চিনে লঞ্চ হবে রেডমি ওয়াচ ২। 

রেডমি ওয়াচ ২- তে থাকবে চৌকো আকৃতির ডায়াল। আর সাইডে থাকবে বাটন। 

শোনা যাচ্ছে, রেডমি ওয়াচের সঙ্গে রিয়েলমি ওয়াচ ২- এর ডিজাইনে অনেক মিল থাকতে পারে।