লঙ্কা কুচি করলে কিংবা লঙ্কা বাটলেই হাত জ্বালা করে

আর লঙ্কা হাত একবার মুখে লাগলে যাচ্ছেতাই কাণ্ড

মুখ, চোখ জ্বালা করে হাত লাল হয়ে যায়

এই জ্বালা থেকে মুক্তি পেতে কাজে লাগান অ্যালোভেরা জেল

যে জায়গায় জ্বালা করছে ওখানে লাগিয়ে রাখলে ১০ মিনিটেই উপশম হবে

হাতে দুধের সর হাতে ভাল করে লাগিয়ে রাখলেও হাত জ্বালা কমে যায়

লঙ্কার হাতে কিছুক্ষণ মধু মাখিয়ে রাখলেও হাত জ্বালা কমে