ষাট বছরের পর একটু নিরিবিলি, শান্ত জায়গায় সময় কাটাতেই ভাল লাগে। রিফ্রেশিং ট্রিপের জন্য চলে যান এই জায়গাগুলিতে...

জগন্নাথ মন্দির, উত্তাল সমুদ্রের ঢেউয়ের গর্জন আর সুস্বাদু সামদ্রিক মাছের স্বাদ নিতে অবশ্যই যান ওড়িশায়।

প্রাচীন ভারতকে নতুন করে চিনতে রাজস্থান হল বেস্ট স্পট।

আধ্যাত্মিকতা, সবুজে ঘেরা প্রকৃতি আর নীল সমু্দ্রের ঘ্রাণে পৌঁছে যান কেরালায়